×
Logo

বাণিজ্য

স্থবিরতা কাটিয়ে আবারও জমজমাট হিলি স্থলবন্দর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম

স্থবিরতা কাটিয়ে আবারও জমজমাট হিলি স্থলবন্দর

জমজমাট হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য। স্থবিরতা কাটিয়ে আবারও সরগরম এই স্থলবন্দর। আমদানি-রফতানি পণ্যবাহি ট্রাক আর ক্রেতা-বিক্রেতার সমাগমে, মুখর বন্দর এলাকা। এতে সরকারের রাজস্ব আয় বাড়ছে। ভাল উপার্জনও করছেন, বন্দরের শ্রমিকরা। চাল, পেঁয়াজ আর কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকেই গতি বেড়েছে ব্যবসা-বাণিজ্যের।

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। চাহিদা মেটাতে অনেক পণ্যই এই বন্দর দিয়ে আমদানি করতে হয়। পাশাপাশি বিভিন্ন পণ্য রফতানিও হচ্ছে ভারতে।

ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট আর এলসি জটিলতা কাটিয়ে ওঠায় ব্যাংকে ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। চাল, পেঁয়াজ আর কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকেই বন্দরে বাণিজ্যের গতি বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারদের আনাগোনা বেড়েছে।

আমদানির গতি অব্যাহত থাকলে, সরকারের রাজস্ব আয় বাড়বে। কর্মকর্তরা আশাবাদী লক্ষ্য অর্জনে তারা এগিয়ে থাকবেন। আমদানির পাশাপাশি এই বন্দর দিয়ে, বিস্কুট, চকলেট, ঝুট কাপড়, এনার্জি ড্রিংকস, ম্যাংগো জুসসহ বিভিন্ন পণ্য ভারতে রফতানি হচ্ছে।

/এটিএম

মন্তব্য করুন

Logo