নিলামে রেকর্ড গড়লো ভিঞ্চির চিত্রকর্ম

|

শিল্পকর্মের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম। বুধবার, নিউইয়র্কের ক্রিস্টি নিলামঘরে ৪৫ কোটি ডলারে বিক্রি হয় ‘সালভাতোর মুন্ডি’ বা ‘বিশ্বের রক্ষাকর্তা’ মাস্টারপিসটি।

টেলিফোনে অজ্ঞাত এক ব্যক্তি ৪০ কোটি ডলারে কিনে নেন, ৫০০ বছর পুরানো ছবিটি। নিলামের ফি ও আনুষাঙ্গিক খরচসহ যার দাম পড়ে ৪৫ কোটি ডলার। ধারণা করা হয়, ১৫০০ সালের পর কোন একসময় ছবিটি এঁকেছিলেন ইতালিয়ান শিল্পি লিওনার্দো দ্য ভিঞ্চি। যাতে, যীশু খ্রীস্টকে রেনেসাঁ যুগের পোশাকে দেখা যায়। তার ডান হাত আর্শীবাদের ভঙ্গিতে তোলা আর, বাম হাতে ধরা স্ফটিকের গোলক। শিল্পকর্মটির সবশেষ মালিক ছিলেন রুশ ধনকুবের দিমিত্রি রিভোলভোলেভ। একসময়, রাজা প্রথম চালর্সের কাছেও ছিলো ছবিটি। বলা হয়, ১৫১৯ সালে ভিঞ্চির মৃত্যুর পর তার আঁকা অন্তত ২০টি মাস্টারপিস এখনও রয়ে গেছে ব্যক্তি মালিকানাধীন। এর আগে, সর্বোচ্চ ৩০ কোটি ডলারে বিকোয় উইলিয়াম দে কুনিং-এর শিল্পকর্ম ‘ইন্টারচেঞ্জ’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply