নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিন ‘খান’?

|

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৬ দিনের সফরে রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিশিষ্টজনের সাথে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার মুম্বাইয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলিউড তারকাদের সম্মানে বিরাট আয়োজন করেন। ‘শ্যালম বলিউড’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন অমিতাভ বচ্চন, করন জোহর, ঐশ্বরিয়া রায়, বিবেক অবেরয়সহ খ্যাতিমান চলচ্চিত্র শিল্পি-কুশলীরা।

 

নেতানিয়াহুর সাথে ‘শ্যালম বলিউড’ অনুষ্ঠানে সেলফি তুলছেন তারকারা

কিন্তু তাতে হাজির ছিলেন না তিন ‘খান’ এর কেউই। এ নিয়ে চলছে নানা আলোচনা। টুইটারে অনেকে দাবি করছেন, বলিউড রাজা শাহরুখ খান, মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও সালমান খানকে আমন্ত্রণ জানানো হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা।

নেতানিয়াহুর অনুষ্ঠানে অংশ না নেয়ায় তিন ‘খান’ এর বিরুদ্ধে টুইটারে প্রচারণা

ভারত-পাকিস্তান ভিত্তিক কয়েকটি অনলাইন পোর্টালেও এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও অনুষ্ঠানে যোগ দিতে তিন ‘খান’ এর অস্বীকৃতির তথ্য নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

বিগত বছরগুলোতে ফিলিস্তিনি ভূমি দখল করে একের পর এক বসতি তৈরি করার অনুমতি দেয়াসহ ইসরায়েলি সরকারের নানা নিপীড়নমূলক পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। এ সব বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিয়মিত ইসরায়েলের নিন্দা করে আসছে।

গত সপ্তাহে নেতানিয়াহু ভারতে পৌঁছার পর অনেকে তাকে সাদরে গ্রহণ করলেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দিল্লিসহ বিভিন্ন শহরে তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। বলিউড তারকাদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন।

চলচ্চিত্র পরিচালক আনন্দ পতবর্ধন বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘গো ব্যাক নেতানিয়াহু’ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘সত্যিকারের ভারত মুসলিম, খ্রিষ্টান, ইহুদী নির্বিশেষে ফিলিস্তিনবাসীর সত্যিকারের বন্ধু হয়ে থাকবে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply