জোছনা বিলাসে বেড়েছে জীবন যাত্রার ব্যয়!

|

আগে মানুষ জোছনা দেখতো না, এখন মানুষ জোছনা দেখে। আগে মানুষ পহেলা বৈশাখে এভাবে যেত না, এখন পহেলা বৈশাখে মানুষের অনেক ভিড়। এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় খানা জরিপ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিষয়ে পরিকল্পনা মন্ত্রীকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন মানুষের লিভিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়েছে। আগে মানুষ রেস্টুরেন্টে খেত না। এখন দেখেন কত শত শত রেস্টুরেন্ট হয়েছে। উপজেলা পর্যায়ে এখন শত শত রেস্টুরেন্ট হয়েছে, কোন উপজেলায় রেস্টুরেন্ট নেই? মানুষ এখন ঘরে খায় না, এখন রেস্টুরেন্টে গিয়ে খায়।

মানুষের ঘোরাঘুরি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন,  মানুষ এখন সুযোগ পেলেই পুরো পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। এই খরচটা কোথা থেকে আসে? এটা নিশ্চয় সে ধার করে না।

ব্যয় বৃদ্ধির ব্যাখ্যায় পরিকল্পনা মন্ত্রীর এমন মন্তব্যে অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়।

https://www.facebook.com/JamunaTelevision/videos/1553494211413101/

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply