পল্লী কবির নামে সাহিত্য পুরস্কার দেবে বাংলা একাডেমি

|

পল্লী কবি জসীমউদ্দীনের নামে সাহিত্য পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এ তথ্য জানান।

মহাপরিচালক জানান, আগামী মার্চে এই পুরস্কার দেয়া হবে। নতুন প্রবর্তিত এই পুরস্কারের মূল্যমান পাঁচ লাখ টাকা। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলা একাডেমি যেসব পুরস্কার দেয় তার মধ্যে এটিই হবে সবচেয়ে বেশি মূল্যমানের পুরস্কার।

এছাড়া বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের প্রাইজমানি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

সামগ্রিক সাহিত্যের ওপর প্রতি ১ বছর অন্তর অন্তর পল্লী কবি জসীম উদ্দিন পুরস্কার দেয়া হবে। পুরস্কার দেয়া হবে জীবিতদেরকে, তবে বয়স হতে হবে কমপক্ষে ৬০ বছর।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, পরিচালক শাহিদা খাতুন, অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply